একদিনে কুমিল্লায় ১৫ জন ডেঙ্গু আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

কুমিল্লায় ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সাতজন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মুরাদনগর, হোমনা ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে এবং ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন ডা. নাছিমা বলেন, কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। সঠিক চিকিৎসায় ডেঙ্গু থেকে সুস্থ হওয়া যায়। এ ক্ষেত্রে জ্বর হলে বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখে দিলে আবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।