যমুনায় পানি বাড়লেও নেই শঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই পয়েন্টে ৫১ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি বড়লেও কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট যমুনার নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯০ মিটার। যা ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর মেঘাই পয়েন্টে ৫১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ১৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে শনিবার সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ২৩ ও কাজীপুর পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছিল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে নদীতে পানি বাড়ছে। আরও দুই থেকে তিনদিন বাড়তে পারে। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এম এ মালেক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।