গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার দুধ দিচ্ছে গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি গ্রাম ‘রামনগর’। ওই গ্রামে তিন বছর বয়সী একটি বকনা গরু গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার করে দুধ দিচ্ছে। আর সেই দুধ নিয়মিত খাচ্ছে গরুর মালিকের পরিবার।

এমন অস্বাভাবিক ঘটনা এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে। এই দৃশ্য দেখতে প্রতিদিন সকালে গরুর মালিক বিল্লাল কবিরাজের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন।

বিল্লাল কবিরাজের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে স্থানীয় হাট থেকে দেশি জাতের বকনা বাছুরটি কিনে নিয়ে আসেন। বাছুরটি এখনো গর্ভধারণ করেনি। হঠাৎ লক্ষ্য করা যায় ওলানের বাট ফুলে গেছে। পরে বাট টেনে দেখা যায় দুধ বের হচ্ছে।

গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার দুধ দিচ্ছে গরু

গরুর মালিক বলেন, ‘প্রথম দিকে অল্প পরিমাণে দুধ পাওয়া গেলেও বর্তমানে নিয়মিত দুই লিটার করে দুধ পাচ্ছি। এই দুধ আমরা বিক্রি করি না, নিজেরাই খাই। তবে প্রতিবেশীরা মাঝে মধ্যে শখ করে একটু-আধটু দুধ নিয়ে খান।’

তিনি বলেন, ‘আমি একযুগ ধরে গরু লালন-পালন করছি। সবসময় একটা দুইটা গরু আমার পালে থাকে। তবে এমন গরু কখনো দেখেনি।’

গরুটি দেখতে বিল্লাল কবিরাজের বাড়িতে আসা বিধান মন্ডল বলেন, ‘বাছুর জন্ম দেওয়া ছাড়াই বকনা গরু দুধ দিচ্ছে শুনে দেখতে এসেছি। আমাদের এলাকায় এরকম গরু আরও কারও কাছে আছে বলে জানা নেই।’

গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার দুধ দিচ্ছে গরু

স্থানীয় বাসিন্দা মন্টু মিয়া বলেন, ‘আমার বয়সে এমন ঘটনা আগে দেখিনি। এমন অলৌকিক ঘটনা দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে।’

এ বিষয়ে নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হরমোনাল ইমব্যালেন্সের কারণে বকনা অবস্থায়ই দুধ আসা শুরু হয়েছে। মূলত গরুটির শরীরে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে এই দুধ খেতে সমস্যা নেই। স্বাভাবিকভাবেই মানুষ খেতে পারবে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।