বৃষ্টির পানিতে নিমজ্জিত, ধানের চারা এখন গো-খাদ্য

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা। এতে লোকসান পোষাতে এসব চারা কেটে বাজারে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন কৃষকরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা বাজারে ধানের চারা বিক্রি করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার ভেলার পাড়, পলিখাপুর, শৈলান এবং দক্ষিণ দাউদপুরের নীচু এলাকায় ধানের চারা অনেকটা ডুবুডুবু অবস্থা। সবচেয়ে বেশি পানিতে নিমজ্জিত দক্ষিণ দাউদপুরের বিলের ধানের চারা।

বেলাল হোসেন নামের একজন কৃষক বলেন, ‘তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। তবে জমি কিছুটা নিচু হওয়ায় কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে। লোকসান পোষাতে ধানের চারাগুলো কেটে গো-খাদ্য হিসেবে বিক্রি করতে বাজারে এনেছি। চার আঁটিতে ১০ টাকা দরে বিক্রি করছি। এতে কিছুটা হলেও লোকসান থেকে রেহাই পাবো।’

গো-খাদ্য নিতে আসা রহিম উদ্দিন বলেন, ‘আমার বাড়িতে তিনটি গরু আছে। প্রতিদিন প্রায় ২০০ টাকার খড়, ভুসি ও ফিট লাগে। আজ ৪০ টাকার ধানের চারা কিনলাম।’

পেশায় একজন ঘাস বিক্রেতা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি প্রতিদিন ২০০ আঁটি ঘাস বিক্রি করি। আজ ৩০০ আঁটি ধানের চারা এনেছি। অল্প সময়ে প্রায় বেশিরভাগই বিক্রি হয়ে গেছে।’

মাহাবুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।