শেরপুরে ৩১ বস্তা সরকারি চালসহ অটোরিকশাচালক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শেরপুরে ৩১ বস্তা সরকারি চালসহ মো. কামাল হোসেন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যান। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি বস্তা চালসহ অটোরিকশাচালককে আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। সেইসঙ্গে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।