মিরসরাইয়ে বিএনপি কর্মীর ওপর সন্ত্রাসীদের হামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় মতবিনিময় সভায় যাওয়ার পথে মো. ইলিয়াস নামের এক বিএনপি কর্মীর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাটাছরা ইউনিয়নের কাটাছরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইলিয়াস পশ্চিম কাটাছরা এলাকার মিঝি বাড়ির ফারুকের ছেলে।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইলিয়াসের ওপর হামলা করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, কাটাছরায় হামলার বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।