ময়মনসিংহ
খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চালসহ গ্রেফতার দুই
ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গাড়িচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, ভালুকা উপজেলার উড়াহাটি এলাকার লিয়াকত আলীর ছেলে আতিকুল ইসলাম (২৫), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধামরাই এলাকার আব্দুর রহমানের ছেলে গাড়ি চালক মো. মহিম মিয়া (৩৩)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ডাকাতিয়ার ইউনিয়নের হোসেনপুর বড় বাজারের আসমতের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, খাদ্যগুদাম পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে ডিলারসহ চারজনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী নূর খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারের আসমতের দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধারসহ মিনি ট্রাকের চালকসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।
ভালুকা খাদ্য গুদাম কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, চাল কোথা থেকে ওই দোকানে আসছে সেটি জানতে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এএসএম