ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রতীকী ছবি

অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মণ্ডলের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০)। নিহত এই দম্পতি উত্তর রসুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিধান চন্দ্র মন্ডল তার অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতরে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এরই মধ্যে বিধান বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্ত্রী কমলী রানী রক্ষা করতে যান। এসময় দুজনেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে সবার সাবধানতা থাকা উচিৎ।

এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।