সবজির বস্তায় মাদক নিয়ে গ্রেফতার বাবা-মেয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জে সবজির বস্তায় করে তিন হাজার ৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহনকালে বাবা-মেয়েকে গ্রেফতার করেছে র‍্যাব।

তারা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁর ছেলে আকবর আলী (৬৩) ও তার মেয়ে শামিমা আক্তার (৩১)। এদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বুধবার রাত সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুল সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এম এ মালেক/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।