মৃত্যুর ২ মিনিট আগেও স্ত্রীর সঙ্গে কথা হয় সৌদি প্রবাসী ইব্রাহিমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

হঠাৎ অস্বস্তি বোধ করেন প্রবাসী ইব্রাহীম মিয়া (৪২)। ফোন দেন দেশে থাকা স্ত্রীর কাছে। ফোন শেষ হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই প্রবাসী। এমনই এক মৃত্যু হয়েছে সৌদি আরব প্রবাসী ইব্রাহিম মিয়ার।

বাংলাদেশ সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ওই প্রবাসীর মৃত্যুর খবর পান তার পরিবার।

ইব্রাহিম মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকীয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন।

ইব্রাহিমের বন্ধু সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন ইব্রাহিম। এক বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। বুধবার বিকেলে (বাংলাদেশ সময়) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দেশে থাকা তার স্ত্রীর কাছে ফোন দেন। ফোন শেষ হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই তিনি মারা যান। সেখানে থাকা লোকজন ইব্রাহিম মারা যাওয়ার তথ্যটি তার পরিবারকে জানান।

চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান সৌদি আরব প্রবাসী ইব্রাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইব্রাহিমের স্ত্রী ও তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসকে রাসেল/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।