ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, ফেনীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় আবদুর রহমান শামীম (২১) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তেরোবাড়িয়া ইসমাইল কাজীর বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে। তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

গত ১৯ জুলাই ফেনী শহরের বড় মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনী মডেল থানায় করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি শামীম।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।