বরিশালে ইলিশের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ভারতে রপ্তানির খবরে বরিশালের বাজারে বেড়েছে ইলিশের দাম। দাম বৃদ্ধির খবর পেয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরিশালের পোর্টরোড পাইকারি মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সর্তক করে ভোক্তা অধিদপ্তর। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে লক্ষে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি। তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বরিশালের বাজারে বুধবার এক কেজির ইলিশ প্রতি মন ৬৮ হাজার, ১২শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

শাওন খান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।