গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৪ কারখানা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে ১৪টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, মহানগরীর ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকরা চলতি মাসের ১০ তারিখে এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের মধ্যে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে ১২ সেপ্টেম্বর কারখানা বন্ধ ঘোষণা করেন। গত সোমবার গাজীপুরে প্রায় সব কারখানার সমস্যা সমাধান হলেও এই কারখানার শ্রমিকরা এখন পর্যন্ত বেতন-ভাতা পাননি।

বেতনের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে অর্ধশতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২–এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গাজীপুরে আজ ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেডও একটি। তাদের শ্রমিকরা একমাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।