মোংলায় অস্ত্র-গুলিসহ যুবলীগ কর্মী আটক
মোংলায় যৌথবাহিনীর অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার বড় ভাই ফিরোজকে আটক করা হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর পক্ষে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান চালায় নৌবাহিনী ও কোস্ট গার্ড। এসময় স্থানীয় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ একটি বিদেশি শটগান, একটি বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা গুলি ও নগদ এক লাখ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদকে (৩৭) আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বুধবারই আটকদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আবু হোসাইন সুমন/জেডএইচ/এএসএম