বসতঘরে মাদকের দোকান, যৌথবাহিনীর হাতে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় বসতঘরে দোকান দিয়ে মাদকের কারবার করায় কালাম উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে তাকে আটক করা হয়। কালাম উদ্দিন ওই গ্রামের মো. নুরনবীর ছেলে।

তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, দুই রোল ইয়াবা সেবনের ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ এক লাখ ২০৯ টাকা, মাদক বেচাকেনার তথ্যসহ একটি মোবাইল ও একটি ধারালো চাকু জব্দ করা হয়।

নোয়াখালী সেনা ক্যাম্পের মেজর রিফাত আনোয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, আটক কালাম উদ্দিন একজন কুখ্যাত মাদক সম্রাট। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। নতুন করে চরজব্বর থানায় এজাহার দাখিল করে ওই মামলায় তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।