আদালত থেকে রিমান্ডের আসামি পলায়ন, তিন পুলিশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শেরপুর জজ কোর্টের হাজত খানা থেকে রাজু আহাম্মেদ (৩৫) নামের রিমান্ডের এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ওই আসামি শেরপুর জজ কোর্টের হাজাত খানা থেকে পালিয়ে যায়। মামলায় রাজুসহ আরও তিনজন আসামি ছিলেন। তারা হলেন- শাহিন (২৭), আনোয়ার হোসেন বাবু (৬৫)।

কোর্ট পুলিশের তথ্য মতে, পালাতক ওই আসামি শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামের মানিক মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৫)। রাজুকে ঝিনাইগাতী থানায় গত ১৮ সেপ্টেম্বর জাল টাকার মামলায় আটক করা হয়।

এদিকে, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শেরপুর জেলা পুলিশের পক্ষে থেকে তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আসামি পালানো ঘটনাটি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে কোর্ট পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা করা হবে।

ইমরান হাসান রাব্বী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।