বেনাপোলে সোনার ১৯ বারসহ আটক ১

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে চার কেজি ওজনের সোনার ১৯ বারসহ মাহফুজ মোল্লা (২৬) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জানান, বেনাপোলের অদূরে বিজিবির স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় চার কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।