ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৩, আহত ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন নারী-শিশুসহ ৯ জন। মারা গেছে গবাদিপশু।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তীব্র গরমের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, বজ্রপাতে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।