নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানি মামলা খারিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে একটি মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র নড়াইল সদর আমলি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন নামঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরবর্তী সময়ে বাদী আদালতে হাজিরা না দেওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন ধরে আদালতের ধার্য দিনে অনুপস্থিত। এজন্য আজ মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক।

এরআগে নড়াইলে আরেকটি মামলা থেকে খালাস পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

হাফিজুল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।