বাজারে চাঁদা তোলার সময় মাহুতকে আছড়ে মারলো হাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জের কোটালিপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামের এক মাহুতের (হস্তিচালক) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হাতি ও অপর এক মাহুতকে আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার পোলসাইর গ্রামের বিভিন্ন স্থানে হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন হাতির মাহুত নজরুল ইসলাম। পোলসাইর গ্রামের বাজারে টাকা তোলার সময় হঠাৎ নজরুল ইসলামকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। আছড়ে মাটিতে ফেলানোর পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের ওপর পারা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা হাতি এবং হাতির অন্য মাহুতকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ মাহুত ও হাতি আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।