আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা, উসকানির অভিযোগে গ্রেফতার ৮

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলায় উসকানি দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের গোপালপুরের পাটলপাড়ার রনি (২৭), আশুলিয়ার মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বড়ুরার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গুপ্তমানিক এলাকার মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন এলাকার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০)।

এর আগে, ২৩ সেপ্টেম্বর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা করছে। তারা এ শিল্প খাতকে ধ্বংসে শ্রমিকদের উস্কানি দিয়ে আসছে। সাম্প্রতিককালে আন্দোলনরত শ্রমিকদের উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতি ঘটায় তারা। এ উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আটজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।