নড়াইলে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় আসামি ৬০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:০২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪

নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে নড়াইল থানার এসআই মফিজ উদ্দিন শেখ মামলাটি করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদরাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এরপর মালিবাগ এলাকায় পুলিশবক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটিরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। এ
ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি করেন।

হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।