কমিটি গঠন নিয়ে গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির এডহক কমিটি গঠনের জেরে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়েছে। বিএনপি নেতা জাফর আকবর অনিয়মতান্ত্রিক উপায়ে সভাপতি মনোনীত হয়েছেন এমন অভিযোগে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তালা লাগানো হয়।

জানা গেছে, সম্প্রতি গভর্নিং বডির এডহক কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি নেতা জাফর আকবরকে সভাপতি ও বালিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দীনকে বিদ্যুতসাহি সদস্য নিয়োগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এ খবর প্রচার হলে রোববার দুপুরে বিএনপি নেতা শাহাজাহান সেলিম ও সুলেরী আলভী, যুবদল নেতা জামাল উদ্দীন ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিসহ বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজে গিয়ে প্রতিবাদ জানান।

শিক্ষক সম্মেলন কক্ষে বসে তারা শিক্ষকদের কাছে প্রতিবাদ জানিয়ে কমিটি বাতিলের পক্ষে মতামত প্রকাশ করেন। অনিয়মতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা দেন কয়েকজন শিক্ষক। অধ্যক্ষ খোরশেদ আলীকে কলেজে প্রবেশের ক্ষেত্রে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। তবে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন বলে জানা গেছে।

কমিটি গঠন নিয়ে গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

প্রতিবাদকারীরা জানান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু — এ তিনজন মিলে যাকে সভাপতি মনোনীত করবেন তাকে সভাপতি করতে হবে।

অভিযোগের বিষয়ে, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বলেন, কমিটির বিষয়ে আমার কোনো হস্তক্ষেপ নেই। বিএনপির শিক্ষকরা কয়েকজন মিলে জাফর আকবর, সাহাব উদ্দীন ও গোলাম কিবরিয়ার নাম প্রস্তাব করেন। সেমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে নাম পাঠানো হয়।

অধ্যক্ষের কক্ষে তালা লাগানোর বিষয়টি জানেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।


আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।