সৈয়দা রিজওয়ানা হাসান

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে অতীতের নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবলমাত্র রাজনীতি নয়, কূটনীতি ও অর্থনীতি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই সেখানে স্বাক্ষর করতে রাজি থাকবো। অন্যদেশ কী করলো না করলো সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি।

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে

তিনি বলেন, আমাদের দাবিগুলোকে তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারবো। যা আমাদের দেশের অতীতের সরকার করেনি।

এসময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।