কালীগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ


প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৪ মে ২০১৬

গাজীপুরের কালীগঞ্জের ৭টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুরে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) চেয়ারম্যানদের এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উপজেলার তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, মোক্তারপুর, বাহাদুরসাদী ও নাগরী ইউনিয়নে নব নির্বাচিত সাত ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আতিকুর রহমান আকন্দ ফারুক, গাজী সারোয়ার হোসেন, মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার, মো. শরীফুল ইসলাম তোরণ, মো. শাহাবুদ্দিন আহমেদ ও মো. আব্দুল কাদের মিয়া শপথ বাক্য পাঠ করেন। এছাড়াও ওই সাত ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করেন।
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস.এম আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইফতেখার আহমেদ চৌধূরী, গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জোম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কর্মী-সমর্থকসহ সরকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ দ্বিতীয় দফায় কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। এতে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ছয়জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে একজন জয় লাভ করেন।  

আব্দুর রহমান আরমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।