নিকলীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৪ মে ২০১৬

কিশোরগঞ্জের নিকলীতে মা ও তার তিন বছরের শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মাসুদ মিয়াকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

বুধবার দুপুরে উপজেলার ছাতিরচর এলাকায় নিজ বসতঘর থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

গৃহবধূ শোকতারা বেগম (২৫) ও তার ছেলে মাহিমের (৩) মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাবার বাড়ি থেকে পাঠানো রান্না করা খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ শোকতারা। সকালে মাসুদ মিয়া ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী-সন্তান ঘুমাচ্ছে। পরে তাদের ঘুম থেকে উঠানোর জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

আটক মাসুদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, রাতে শোকতারার খুব গরম লাগছে বলে মাটিতে পাটি পেতে শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর আমি খাটে ঘুমিয়ে পড়ি। সকালে ডাকাডাকির সময় কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায়।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও শোকতারার বাবার বাড়ি থেকে পাঠানোর খাবার পরীক্ষার জন্য বৃহস্পতিবার ঢাকা মহাখালী পরীক্ষাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।