হবিগঞ্জে থানা চত্বর থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে থানা চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) থানার পেছনের একটি স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, পুলিশ সদস্যরা বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় শটগানটি দেখতে পান। সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এর ভেতরে গুলি ছিল না।

তিনি বলেন, অস্ত্রটি দেখে অচল মনে হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জে পুলিশের কয়েক রকম অস্ত্র লুট হয়েছিল। তবে কোনো শটগান খোয়া যায়নি। থানা কম্পাউন্ডের ভেতরে পাওয়া অস্ত্রটি কার বিষয়টি তদন্ত করে দেখা হবে। আদালতের আদেশ অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।