সুরমার ভাঙনে বিলীন ৫০০ বছরের পুরোনো রুস্তুমপুর বড় মসজিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১০:০৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪
সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে রুস্তুমপুর বড় মসজিদ/ ছবি- জাগো নিউজ

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ঐতিহ্যবাহী রুস্তুমপুর বড় মসজিদ। প্রায় ৫০০ বছরের পুরোনো এই মসজিদের বেশিরভাগ অংশ সম্প্রতি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ বছরের পুরোনো এই মসজিদ স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। প্রশাসনের অবহেলা ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সুরমা নদীর ভাঙন থেকে মসজিদটিকে আর কোনোভাবে রক্ষা করা যায়নি।

তিন গম্বুজ এবং চীনামাটির ভাঙা টুকরো দিয়ে নির্মাণ করা দেওয়াল মসজিদটির অন্যতম বৈশিষ্ট্য। নান্দনিক এই মসজিদটি দেখে যে কেউ মুগ্ধ হতো। প্রায় ২০ বছর আগে ওই এলাকায় নতুন একটি মসজিদ নির্মাণ করা হলেও পুরোনো এই মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন মুসল্লিরা।

আরও পড়ুন

সুরমা নদীর তীরবর্তী অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে ছিল মসজিদটি। কিন্তু মসজিদ সংলগ্ন নদীর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন আরও বাড়তে থাকে। অবশেষে গত সোমবার মসজিদটি নদীগর্ভে চলে যায়।

সুরমার ভাঙনে বিলীন ৫০০ বছরের পুরোনো রুস্তুমপুর বড় মসজিদ

স্থানীয় বাসিন্দা বাছিতুর রহমান জানান, ‘মসজিদটিতে জুমার নামাজ না হলেও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হতো। তবে সোমবারের ঘটনার পর মসজিদের ভেতরে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একাধিকবার মসজিদ রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।’

এ বিষয়ে রুস্তুমপুর এলাকার ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, ‘আমরা মসজিদটি রক্ষার জন্য চেষ্টা করেছি, তবে সফল হতে পারিনি। বিষয়টি নিয়ে স্থানীয় সাবেক সংসদ সদস্যকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট ছিল না।’

আহমেদ জামিল/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।