সাবেক পরিকল্পনামন্ত্রীর রিমান্ড চাইবে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।

পুলিশের তথ্যমতে, ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ২ সেপ্টেম্বর দুপুরে বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা করেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জাগো নিউজকে বলেন, মূলত মামলার এজাহারে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সাবেক সংসদ সদস্যের হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। কেন তারা শিক্ষার্থীদের ওপর হামলা করার নির্দেশ দিয়েছিলেন তার কারণ জানতে পুলিশ সাবেক এই মন্ত্রীকে শুক্রবার আদালতে তুলে রিমান্ড চাইবে।

লিপসন আহমেদ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।