গাজীপুরে পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:০০ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় পুকুরের পানিতে ডুবে রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নলজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদিপ্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।

নিহত রিফাতের স্বজন রাশেদুল ইসলাম রাশেদ জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের পাশে যায়। খেলা শেষে পুকুরের পানিতে পা পরিষ্কার করতে যায় রিফাত।

পাড়ে দাঁড়িয়ে পুকুরের পানিতে পা পরিষ্কার করার সময় হঠাৎ পানিতে পড়ে গেলে নিখোঁজ হয়। সঙ্গে থাকা রিফাতের বন্ধুরা পুকুরের নিখোঁজের বিষয়টি দ্রুত তার মা রহিমাকে জানায়। পরে তার মা স্থানীয়দের সাথে নিয়ে ওই পুকুরে পানিতে নেমে প্রায় তিন ঘণ্টা পর পানি থেকে রিফাতে মরদেহ উদ্ধার করা হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মো. শাহজাহান মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিকভাবে নিহত শিশুর দাফন প্রক্রিয়া চলছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান আরমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।