সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথ অভিযান পরিচালনা করে এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আজকে রাতে গ্রেফতার দেখানো হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এম এ মান্নানকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।

লিপসন আহমেদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।