ভাইয়ের মৃত্যুতে কাঁদতে কাঁদতে মারা গেলেন বোনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

বড় ভাইয়ের মৃত্যুতে কান্নাকাটি করছিলেন ছোট বোন। কিছুতেই বুঝ দিতে পারছিলেন না নিজেকে। এ অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

এমনই ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ৪ নম্বর ইউপি মেম্বার শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

পারিবারিক সূত্রে জানা গেছে, ধান্যঘরা গ্রামের শাহাবুদ্দিন ভিকুর বড় ছেলে আরজুল্লা (৫০) দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। খবর পেয়ে ছুটে যান একই ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মিজা কল্লার স্ত্রী আরজুল্লার ছোট বোন উক্তন নাহার খাতুন (৪৩)। তিনি ভাইয়ের মৃত্যুতে কান্নাকাটি করছিলেন। একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢলে পড়েন তিনি। স্বজনরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে বাদ আসর আরজুল্লাকে ও বাদ মাগরিব উক্তন নাহারকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান পরিবারের লোকজন।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।