বেশি দামে সার বিক্রি, দোকানির ৭০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে সার বিক্রির অভিযোগে দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সজল আহম্মেদ জানান, দুপুরে উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স জহির ট্রেডার্সের মালিক মো. জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

হোসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।