ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করতে গিয়ে ভস্মীভূত পাঁচ ঘর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪
আগুনে ভস্মীভূত ঘর

পাবনার ঈশ্বরদীতে ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করার সময় শর্টসার্কিটের আগুনে বাড়ির পাঁচ ঘর ভস্মীভূত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামের আফজাল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করতে গিয়ে ভস্মীভূত পাঁচ ঘর

আফজাল হোসেনের ছেলে মনির হোসেন জানান, সকাল ৮টার দিকে ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে বাড়ির ওয়্যারড্রোব, খাট, টিভি, ক্যাবিনেট, ফ্যান, দুটি ফ্রিজ, পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, আসবাবপত্রসহ ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় রান্নাঘর ও গোয়ালঘরও পুড়ে যায়। বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে যাওয়ায় কেউ আহত হননি।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমিরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়।

শেখ মহসীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।