সেনাবাহিনীর চিকিৎসাসেবা পেলেন পাহাড়ের ৬ শতাধিক মানুষ
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন পাহাড়ের ছয় শতাধিক মানুষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক কর্নেল মো. কামরুল হাসান।
এরপর মাটিরাঙ্গা সেনা জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৩ প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
এর আগে মাটিরাঙ্গা জোন সদরে জোনের আওতাধীন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ছাতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষিপণ্য বিতরণ করে সেনাবাহিনী।
এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ছাড়াও সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারিরা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভূঁইয়া/আরএইচ/এমএস