যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু, থানায় অপমৃত্যু মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১১:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে আটকের পর সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা মারা গেছেন।

নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। তিনি মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে সাইদুল ইসলামসহ ৭ জনকে আটক করা হয়। আটকের পর রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, তার বিরুদ্ধে সম্প্রতি যৌথবাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার রাতে অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর সদস‍্যরা ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে আটকের পর এক যুবক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

মঞ্জুরুল ইসলাম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।