রংপুর মহানগর আ’লীগের সাবেক সম্পাদক তুষার কান্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রংপুরে করা চার হত্যা মামলার আসামি তুষার কান্তি মন্ডল।

তুষার কান্তি মন্ডল ২০১১ সালে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০১৯ সালে পুনরায় দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০২২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবির চারদিন পর ২০২৩ সালের ১ জানুয়ারি কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটিতে ছিলেন না তুষার কান্তি।

জিতু কবীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।