শামসুজ্জামান দুদু

নেত্রী বলেছিলেন আ’লীগ একদিন পচে-গলে দুর্গন্ধ ছড়াবে, তাই হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের নেত্রী (খালেদা জিয়া) বলেছিলেন, আওয়ামী লীগ একদিন পচে-গলে দুর্গন্ধ ছড়াবে। তাই হয়েছে। এখন আওয়ামী লীগ এতিমের বাচ্চা হয়ে গেছে। কোনো জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে দলটির বিভাগীয় শোভাযাত্রায় অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেছেন, ভোটের আগে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি কেউ ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, তাকে ধরে পুলিশে দিতে হবে। তাই যারা দলে বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা করবেন দল তাদের মার্জনা করবে না। আমরা এখনো সরকারে যাইনি। তাই আমাদের সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশীদের সঞ্চালায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।