জাতীয় সরকার গঠন করে খুনি-লুটেরাদের বিচার হবে: বুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে জাতীয় সরকার গঠন করে খুনি-লুটেরাদের বিচার করবে বলে উল্লেখ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের ব্রহ্মসমাজ সড়কে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বরকতউল্লা বুলু বলেন, আন্তর্জাতিক আদালতে খুনিদের বিচার করতে হবে। একটি মন্ত্রণালয় গঠন করে আন্দোলনে হতাহত ও ক্ষতিগ্রস্ত সবার তালিকা করে তাদের পরিবারকে পুনর্বাসন করা হবে।

তিনি বলেন, এই আন্দোলন কারো একক কৃতিত্ব নয়। সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আন্দোলন করায় শেখ হাসিনার বিদায় হয়েছে।

আন্দোলনে ১০ হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছেন উল্লেখ করে বরকতউল্লা বুলু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ডাক দিয়েছেন। আমরা ৮ মাস পরিশ্রম করে ৪২টি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রণয়ন করেছি।

মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক প্রমুখ

এন কে বি নয়ন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।