চাঁদাবাজি

মাগুরায় মূক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্য বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

চাঁদাবাজি, সংগঠন দখলের হুমকি, ভাঙচুরসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা মূক-বধির কল্যাণমূলক সংঘের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মাগুরা জেলা মূক-বধির কল্যাণমূলক সংঘের সভাপতি মীর রইসুল আলম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মাগুরা জেলা মূক-বধির কল্যাণমূলক সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) শহরের ভায়নার মোড় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে সভা হয়। সভায় সদস্যের সম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

এরইমধ্যে তাদের বহিষ্কার সংক্রান্ত রেজ্যুলেশন জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।