রাজবাড়ীতে ধর্ষণ মামলায় সাবেক মেম্বারের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে সাবেক মেম্বার (ইউপি সদস্য) জামরুল ইসলাম মন্ডলকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।

জামরুল ইসলাম পাংশার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে ও বাহাদুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, পাংশা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের এক ছাত্রীকে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১ মার্চ তার নিজ বাড়ি থেকে জামরুল ইসলামকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রুবেলুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।