মাদারীপুরে পানিবন্দি শতাধিক পরিবার
গত তিনদিনের টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন মাদারীপুর শহরের শতাধিক পরিবার। ফলে দুর্ভোগে পড়েছেন তারা।
মাদারীপুর শহরের খাদ্য অফিসের মোড়, সুমন হোটেল এলাকা, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাদামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়া, পানিছত্র, থানতলী, গোলাবাড়ি, শকুনি, টিভি হাসপাতাল এলাকা, পুরানবাজার, নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা ও ঘরবাড়িতে পানি উঠেছে।
শহরের বাসিন্দা এমদাদুল হক, দেলোয়ার হোসেন, মেহেদী হাসানসহ একাধিক ব্যক্তি জানান, অপরিকল্পিতভাবে শহরের ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে। বৃষ্টির পানি বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ করেছে মানুষ। এতে বৃষ্টির পানি ঠিকমতো বের হতে পারছে না। ফলে একটু বেশি বৃষ্টি হলেই শহরবাসীকে পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মিলন সিনেমা হল সংলগ্ন এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, একটু বৃষ্টি হলেই পানি ঘরের মধ্যে ঢুকে পরে। এতে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শহরের শকুনি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে পানি ও সাপের ভয়ে ঘরে থাকতে হচ্ছে। এর স্থায়ী সমাধান না হলে দিনে দিনে ভোগান্তি বাড়বে।
মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস বলেন, পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম