চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর তিমিরকাঠি এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩০)। তিনি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গরু চুরি করে ট্রলারে তোলার সময় গণপিটুনিতে তিনি নিহত হন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগে একাধিক চুরির মামলা ছিল।
আতিকুর রহমান/জেডএইচ/এএসএম