অনলাইন জুয়ায় হেরে যুবকের গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

খুলনার কয়রায় হানিফ গাজী (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি মোবাইলে জুয়া খেলে বার বার ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করেছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাকশা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হানিফ রাজ্জাক গাজীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ মোবাইলে জুয়ায় আসক্ত ছিলেন। রোববার তিনি তার নিজের মোবাইল অন্য একজনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে যান। এতে অভিমানে রোববার রাতে বাড়ি এসে ফাঁস দেন। এরপর ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসকরা তার মুত্যু নিশ্চিত করেন।

বিষয়টি নিশ্চিত করেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রেজাউল করিম।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, হানিফ গাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আলমগীর হান্নান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।