আটক মোজাম্মেল-শ্যামল দত্তদের ঢাকায় পাঠানো হচ্ছে: পুলিশ সুপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহের ধোবাউড়ায় জনতার হাতে আটক সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে ঢাকায় পাঠানো হচ্ছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে জনতা। পরে তাদের ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন :

আটকরা হলেন একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক সেলিম।

পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ঢাকার ডিবি পুলিশ মামলাগুলো তদন্ত করছে। ওইসব মামলার তদন্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে তাদের ঢাকায় নিয়ে যেতে ধোবাউড়া থানায় অবস্থান করছেন। তাদের কাছে চারজনকে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

মঞ্জুরুল ইসলাম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।