সরকারি ছুটির দিনেও সচল আশুলিয়া শিল্পাঞ্চল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকারি ছুটির দিনেও অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে। গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদন ব্যহত হওয়ায় তা পুষিয়ে নিতেই এসব কারখানা চালু রাখা হয়েছে। কাজে যোগ দিতে পেরে শ্রমিকরাও বেশ খুশি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) শিল্পাঞ্চল আশুলিয়া ঘুরে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা। টানা শ্রমিক বিক্ষোভের মুখে ক্ষতি সামাল দিতেই এ উদ্যোগ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ।

সরকারি ছুটির দিনেও সচল আশুলিয়া শিল্পাঞ্চল

কাজে যোগ দিয়ে পোশাক শ্রমিক আসমা বলেন, অনেক দিন হলো আন্দোলনের নামের কাজের পরিবেশ নষ্ট হয়েছে। এখন পরিস্থিতি ভালো থাকায় সরকারি ছুটির দিনেও আমরা কাজে যোগ দিয়েছি।

শিল্প পুলিশ জানায়, শিল্প পুলিশ-১ আওতাধীন ১৮৬৩ শিল্প কারখানার মধ্যে ১৪০০ কারখানা আজ চালু রয়েছে। বাকিগুলোর মধ্যে কিছু রয়েছে সরকারি ছুটি আবার কিছু কারখানা রয়েছে অনির্দিষ্টকালের বন্ধ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জাগো নিউজকে বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়টি কারখানা আজ বন্ধ রয়েছে তা আজ বলা যাচ্ছে না। কারণ কেউ বন্ধ করেছেন সরকারি ছুটি হিসেবে কোনটা আবার আন্দোলনের মুখে। তবে শিল্পাঞ্চলের পুরো এলাকা পরিবেশ এখন শান্ত।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।