জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিরাই উপজেলার বদলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়া পক্ষের লোকজনের মধ্যে গ্রামের পাশে ছোট একটি জলমহাল দখল নিয়ে বেশ কয়েকদিন যাবৎ উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে আজ দুই পক্ষের লোকজন একসঙ্গে জলমহালটি দখল করতে গেলে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহতদের দিরাই, সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, জলমহাল দখল নিয়ে দিরাইয়ের বদলপুর গ্রামের সংঘর্ষ হয়েছে। তবে এখনও কেউ মামলা করেন।

লিপসন আহমেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।