গাজীপুর মেট্রোপলিটনে ৪ থানায় নতুন ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও মহানগর গোয়েন্দা শাখায় নতুন দুইজন পরিদর্শক এবং মহানগর আদালতে একজন পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক আলী মোহাম্মদ রাশেদ, কোনাবাড়ি থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক নজরুল ইসলাম, পূবাইল থানার দায়িত্ব পেয়েছেন মো. আমিরুল ইসলাম এবং টঙ্গী পূর্ব থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক এস এম মামুনুর রশিদ।

অপরদিকে, পরিদর্শক মো. আমিনুল ইসলাম ও মো. আতিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর গোয়েন্দা শাখায় (দক্ষিণ)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা সকলেই সম্প্রতি পুলিশ সদর দপ্তরের আদেশে গাজীপুর মহানগর পুলিশ লাইনে যোগদান করেছেন।

এছাড়া কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক মো. শাহ্ আলমকে মহানগর আদালতের পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব, সদর, গাছা, পূবাইল এবং টঙ্গী পশ্চিম থানার ওসিসহ সাত পরিদর্শককে জিএমপি থেকে একযোগে সরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আমিনুল ইসলাম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।