বন্যা
নোয়াখালীতে পানিবন্দি সাড়ে ১২ লাখ মানুষ
বন্যায় নোয়াখালীর পাঁচ উপজেলার সাড়ে ১২ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। এসব এলাকার আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা দাড়িঁয়েছে সাড়ে ৪০ হাজারে।
রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলাগুলো হলো- নোয়াখালী সদর, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগ।
এতে জানানো হয়, চাটখিলে পানিবন্দি দুই লাখ, বেগমগঞ্জে চার লাখ ৭০ হাজার ৩০০, সোনাইমুড়ীতে এক লাখ ৭০ হাজার, সেনবাগে তিন লাখ ১৫ হাজার ও নোয়াখালী সদরে এক লাখ ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, এখানে ১৬ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৫৪ আশ্রয়কেন্দ্রে পুরুষ পাঁচ হাজার ৫৫০, নারী ছয় হাজার ২০০, শিশু পাঁচ হাজার ১২০ ও প্রতিবন্ধি ৩৮০ জন আশ্রয় নিয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান জাগো নিউজকে বলেন, হঠাৎ বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আশ্রিতের সংখ্যা ৩৫ হাজার ৪৪১ জন থাকলেও গত দুই দিনে তা বেড়ে ৪০ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমাদের কাছে নগদ ২৯ লাখ ৫১ হাজার ২৫০ টাকা, সাড়ে ৫১ মেট্রিকটন চাল, ১০ লাখ টাকার শিশুখাদ্য ও ১০ লাখ টাকার গো-খাদ্য মজুত রয়েছে। এ ছাড়াও বন্যার্তদের সহায়তায় সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস