সিরাজগঞ্জ

যমুনায় ভাঙন, তীররক্ষা বাঁধের ৭০ মিটার বিলীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর তীররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উপজেলার মেঘাই পুরাতন তীর বাঁধের ৭০ মিটার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। তবে ভাঙন স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, ভাঙন এখন নিয়ন্ত্রণে। শনিবার প্রবল স্রোতের কারণে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন শুরু হয়। ভাঙন ঠেকাতে সকাল থেকেই বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। কাজটি সেনা সদস্যরা তদারকি করছেন।

যমুনায় ভাঙন, তীররক্ষা বাঁধের ৭০ মিটার বিলীন

স্থানীয় রেজাউল করিম জাগো নিউজকে বলেন, শনিবার রাতে বোল্ডারগুলো খসে পড়তে শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই অনেক মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। তারা দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান।

কৃষক জব্বার শেখ বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন দেখা দিয়েছে। অনেক স্থানে ফসলি জমিও ভেঙে গেছে। ভাঙনের সময় শুধু জিও ব্যাগ ফেলে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। এটা অব্যাহত থাকলে এলাকার অনেকেই ভিটেহারা হবে।

এম এ মালেক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।